পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান ইজাজ বাট মারা গেছেন। লাহোরে মারা যাওয়া পাকিস্তান ক্রিকেট দলের সাবেক উইকেটরক্ষক ইজাজ বাটের বয়স হয়েছিল ৮৫ বছর। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বিশৃঙ্খল ও খারাপ সময়ে পিসিবির দায়িত্ব নিয়েছিলেন বাট। ২০০৮ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের হিসেবে বাটকে দায়িত্ব দেন তৎকালীন রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি।
বাট দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পর পাকিস্তানে সফররত শ্রীলঙ্কা ক্রিকেট দল বহনকারী বাসে সন্ত্রাসী হামলায় আট জনের মৃত্যু হয়েছিল। যার কারণে এক দশকেরও বেশি সময় পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ হয়ে যায়। বাটের মেয়াদে বেশ কয়েকবার অধিনায়ক পরিবর্তন ও অস্ট্রেলিয়ায় বিধ্বস্ত সফরের পর অনেক খেলোয়াড়ই নিষেধাজ্ঞার কবলে পড়েন। বাট থাকাকালীন ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে পড়েছিলেন মোহাম্মদ আমির, সালমান বাট ও মোহাম্মদ আসিফ। ইংল্যান্ড সফরের ঘটনায় ঐ তিন ক্রিকেটারের বিপক্ষে কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন বাট। বিভিন্ন মেয়াদে আমির, সালমান ও আসিফকে নিষিদ্ধ করেছিলো পিসিবি।
২০১১ সাল পর্যন্ত পিসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বাট। তার জায়গায় দায়িত্ব নেন বর্তমান চেয়ারম্যান জাকা আশরাফ। ১৯৫৯ সালে করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকের পর পাকিস্তানের হয়ে ৮টি টেস্ট খেলেন বাট। ১৯৬২ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন তিনি। ১৯৮২ সালে অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান দলের ম্যানেজার ছিলেন বাট। বাটের মৃত্যুতে শোক প্রকাশ করে তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছে পিসিবি। পিসিবি চেয়ারম্যান আশরাফ বলেন, ‘পিসিবির পক্ষ থেকে বাটের দুঃখজনক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি আমি।’