‘ভালোবাসার রং’ ছবি দিয়ে ঢালিউডে মাহিয়া মাহির অভিষেক হলেও আজও ‘সত্যিকারের’ প্রেমের দেখা পাননি এ নায়িকা। তবে বহুবার তাঁর পাশে জড়িয়েছে অনেকের নাম।
‘ভালোবাসার রং’ ছবি দিয়ে মাহিকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ক্যারিয়ারের শুরুতেই প্রতিষ্ঠানের কর্ণধার আবদুল আজিজের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ছড়ায়। যদিও বরাবরই মাহি সেসব অস্বীকার করেছেন। তবে আবদুল আজিজ তাঁর ফেসবুক স্ট্যাটাসে মাহির সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন। এ নিয়ে গণমাধ্যমে খবরও বেরোয়।
অনেকটা হুট করেই বিয়ে করেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। ২০১৬ সালের ২৪ মে উত্তরায় মাহির নিজের বাসায় বিয়ে সম্পন্ন হয়। পাত্র সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপু।
গত বছর মাহি-অপুর মধ্যে বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও দুজনই নিজেদের সুখী দম্পতি দাবি করেন। বিয়ের পর দুজনকে ফেসবুকে নিয়মিত দেখা গেলেও বছরখানেক ধরে তাঁদের যুগল ছবি দেখা যাচ্ছে না। এমনকি সদ্য থার্টিফার্স্ট নাইটেও স্বামী অপু নয়, অন্তর্জালে বন্ধুদের নিয়ে ছবি প্রকাশ করেছেন মাহি। চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে প্রেম করছেন বলেও গুঞ্জন রয়েছে।
যদিও এর আগে জায়েদ খান বিষয়টি ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন।
২০২০ সালের নতুন ভোর দেখার জন্য যখন সবাই জানালা খুলেছেন, তখনই অন্তর্জাল অন মাহিয়া মাহির। ভোর ৫টার দিকে ফেসবুকে স্ট্যাটাসে ছড়ান হাহাকার। অনুরাগীদের জানান, আজও প্রকৃত প্রেমের দেখা পাননি।
২০১২ সালে শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে মাহিয়া মাহির অভিষেক ঘটে। এরপর শাহীন সুমন পরিচালিত ‘অন্যরকম ভালোবাসা’, জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’, পিএ কাজলের ‘ভালোবাসা আজকাল’, মনতাজুর রহমান আকবরের ‘তবুও ভালোবাসি’, ওয়াজেদ আলী সুমনের ‘কী দারুণ দেখতে’, ইফতেখার চৌধুরীর ‘অগ্নি’, জাকির হোসেন রাজুর ‘দবির সাহেবের সংসার’, ‘অনেক সাধের ময়না’, সাফিউদ্দিন সাফির ‘হানিমুন’, সৈকত নাসিরের ‘দেশা : দ্য লিডার’, আবদুল আজিজের ‘রোমিও বনাম জুলিয়েট’ সাফি উদ্দিন সাফির ‘বিগ ব্রাদার’, সাফি উদ্দিন সাফির ‘ওয়ার্নিং’, ইফতেখার চৌধুরীর ‘অগ্নি-টু’ মেহের আফরোজ শাওনের ‘কৃষ্ণপক্ষ’, জাকির হোসেন রাজুর ‘অনেক দামে কেনা’, দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’সহ আরো সিনেমা মুক্তি পায়।
মাহিয়া মাহিকে সর্বশেষ মাহমুদ হাসান শিকদারের পরিচালনায় ‘অবতার’ সিনেমায় দেখা গেছে। তবে দর্শককুলে তেমন সাড়া জাগাতে পারেনি ছবিটি।