তোমার মায়া ভরা মুখটি
আঁচল দিয়ে ঢেকে রেখোনা
পাগল মনটা ছটফট করে
কেন তুমি তা বুঝনা ।
মেঘের আড়ালে লুকিয়ে থেকে
করনা তুমি আর ছলনা
চোখ দুটো তাকিয়ে আছে
তোমার প্রাণে ওগো ললনা ।
একটু খানি মিষ্টি হেসে
কিছু কথা বলোনা
শূন্য এই হৃদয় আজ
তোমারই জন্য দেওয়ানা।
কাজল কালো দুটি চোখের
একটু জল আমায় দাওনা
এই অন্তরে এঁকে নিতে চাই
তোমার যাদু ভরা মুখ খানা।
এই জীবনে তোমায় আমি
পাবো কিনা জানিনা
দয়া করে আমায় তুমি
দিয়ে যাওনা ঠিকানা।