সেদিন আকাশে কালো মেঘ ছিল
মাটিতে হায়েনা বসা,
হয় বাঁচো নয় মরে যেতে হবে
এমনি করুণ দশা।
প্রতিকূল পরিবেশ ছিল ঘরে
ছিল না সুখের বাতি,
বিরুদ্ধ স্রোতে বঙ্গবন্ধু
কাটাতেন দিন-রাতি।
লক্ষ জনতা উন্মুখ ছিল
মুক্তি সনদ পেতে,
পিচ্ছিল পথ ভয় ছিল মনে
সেপথে আসতে-যেতে।
সব বাধা ঠেলে মঞ্চ কাঁপিয়ে
তবুও এলেন তিনি,
স্বাধীনতা প্রিয় মানুষের নেতা
জাতির জনক যিনি।
বজ্রকণ্ঠে ঘোষণা দিলেন
না-তাকিয়ে ডান-বাম,
” এবারের সংগ্রাম আমাদের
মুক্তির সংগ্রাম। “