মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল আনারস প্রতিকে ১৭ হাজার ৬৩ ভোট পেয়ে আমাম হোসেন মিলু বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম তোতা কাপ পিরিচ প্রতিকে পেয়েছেন ১৫ হাজার ১০০ ভোট। এছাড়া অপর চেয়ারম্যান প্রার্থী মো: কামরুল হাসান চান্দু ঘোড়া প্রতিকে পেয়েছেন ২ হাজার ৮২১ ভোট ও মোহা: মাহবুব রহমান মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ৩৪১ ভোট।
এছাড়া টিউবওয়েল প্রতিক নিয়ে ২০ হাজার ৬৫২ ভোট পেয়ে বিএম জাহিদ হাসান রাজিব ভাইসচেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী মো: মতিউর রহমান চশমা প্রতিকে পেয়েছেন ১৩ হাজার ৬৭৬ভোট।
মহিলা ভাইসচেয়ারম্যান পদে কলস প্রতিক নিয়ে ২০ হাজার ৫৮ভোট পেয়ে মোছা: তকলীমা দ্বিতীয়বারের মত মহিলা ভাইসচেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা: আফরোজা খাতুন ফুটবল প্রতিকে পেয়েছেন ১৪ হাজার ৩৩৩ ভোট।