মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের শিশু ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি তসলেম উদ্দীনকে গ্রেফতার করেছে মুজিবনগর থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার সময় চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার বড়বোলদিয়া বাজারে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
তসলেম উদ্দীন মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের বিলাত মিস্ত্রীর ছেলে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ধর্ষক তসলেম উদ্দীন ঘটনার পরপরই গা ঢাকা দেন। তথ্য প্রযুক্তির সহায়তায় তার লোকেশন নিশ্চিত হয়ে ডিবি পুলিশের একটি টিম দর্শনা থানার বড়বোলদিয়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেলের নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল আলীম, এসআই মো: আশরাফুল ইসলাম, এসআই মো: ইস্রাফিল, এসআই উত্তম কুমার, এসআই খালিদুর আশিক অভিযানে অংশ নেন।
উল্লেখ্য, গত ২২ আগস্ট দুপুর দেড়টার দিকে তসলেম প্রতিবেশী ৪ বছর বয়সি শিশুকে ঘাড়ে করে তুলে নিয়ে গিয়ে একটি ঘাসের জমিতে ধর্ষণ করে। পরে মেয়েটি তার বাড়িতে এসে বললে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেন। এঘটনায় শিশুটির মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) ধারায় মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ২২, তারিখ ২২/০৮/২৩ ইং।
এদিকে ধর্ষক তসলেম উদ্দীনের বিচার দাবী করে থানার সামনে শত শত লোক বিক্ষোভ মিছিল করেন।