ঐতিহাসিক ৭ই মার্চ দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্য দিবস এবং স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে মুজিবনগরে প্রস্ততিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার বেলা সাড়ে ১১ টার সময় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস।
প্রস্তুুতি সভায় আরো উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আসাদুজ্জামান,উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন,উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদিকা তহমিনা খাতুন,বীর মুক্তিযোদ্ধা আহসান আলী খান, বাগোয়ান ইউনিয়ন চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউনিয়ন চেয়ারম্যান মফিজুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্কুলের প্রধান শিক্ষক,এনজিও প্রতিনিধি,পুলিশ প্রতিনিধি,বিজিবি প্রতিনিধি,সাংবাদিকবৃন্দ।