মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার থেকে আট কবর সড়কের মধ্যবর্তী বল্লভপুর গুড়িতলার মাঠে প্রধান সড়কের পাশ থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে মুজিবনগর থানা পুলিশ।
সোমবার (৭ এপ্রিল) সকালে রাস্তার পাশে একটি নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিহত নারী মানসিক ভারসাম্যহীন এবং তার আনুমানিক বয়স ৫০ বছর। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।
ময়নাতদন্তের জন্য লাশ মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।