মুজিবনগরে কৃষি ভর্তুকির আওতায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ চত্বরে ২০২৩-২৪ অর্থ ‘বছরে খরিপ-১ মৌসুমে আউশ উফশী ও গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন এবং ২০২৩-২৪ অর্থ বছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভর্তুকিতে বিভিন্ন যন্ত্র বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমেন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমাম হোসেন মিলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মাশরুবা আলম, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান বি এম জাহিদ হাসান রাজিব উপস্থিত থেকে কৃষি উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করেন।
এবারের কৃষি ভর্তুকির আওতায় ৪টি হারভেস্টার মেশিন,১টি ভুট্টা মাড়াই মেশিন এবং উপজেলার ৩৫০০ জন কৃষকের মাঝে ৫ কেজি আউশ ধান বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হবে।