“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্য নিয়ে মেহেরপুরের মুজিবনগরে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর বল্লভপুর প্রজেক্ট অফিসের আয়োজনে, বৃহস্পতিবার বিকেলে অফিস চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়ে অফিস চত্তরে নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গুডনেইবারর্স মেহেরপুর সিডিপি এর ম্যানেজার বিভব দেওয়ান এর সভাপতিত্বে গুডনেইবারস এর ইয়ুথ অ্যাসিস্ট্যান্ট লিডার কবিতা খাতুনের সঞ্চালনায়, আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য, নারীর ক্ষমতায়নে গুড নেইবারস বাংলাদেশে এর ভূমিকা,নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে করনীয়, নারীর ক্ষমতায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পদক্ষেপ,এ বিষয় নিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মুজিবনগর উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা, বাগোয়ান ইউনিয়ন ৬নং ওয়ার্ড সদস্য এবং সিডিসি সহসভাপতি বাবুল মল্লিক, সিনিয়র প্রোগ্রাম অফিসার এস.এম.রিফাত আল-মাহমুদ, গুডনেইবারর্স এর এসএস সাপোর্টার সজীব হোসেন, গুডনেইবারর্স এর মেডিকেল অফিসার ড. শুভ কুমার মজুমদার, সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতির সহ সভাপতি আঞ্জুমান আরা।
আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে উপজেলার বিভিন্ন গ্রামের ১২০ জন নারী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীরা তাদের অনুভুতি প্রকাশ করেন এবং উম্মুক্ত আলোচনা (প্রশ্ন ও উত্তর পর্ব) অংশগ্রহণ করেন।পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি হয়।