“বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” মুজিবনগরে গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন কর্তৃক শিক্ষিত সমাজ বিনির্মাণে অবদান রাখতে প্রতিবছরের ন্যায় এবারও উপজেলার গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
শিক্ষাবৃত্তির প্রদান উপলক্ষে গতকাল শনিবার সকালে গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের আয়োজনে তাদের নিজস্ব অফিস হল রুমে এই শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা,জেলা পরিষদ সদস্য আজিমুল বারী মুকুল, গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শিবপুর এর প্রধান শিক্ষক আব্দুস সালাম, গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম মুজিবনগর আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ, গোপালনগর কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর কোষাধক্ষ আবু নঈম ডালিম, সহ-সভাপতি শাফায়েত হোসেন, নির্বাহী কমিটির সদস্য আনিদুল ইসলাম এবং ইনসান আলী।
শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে উপজেলার ৫১ জন শিক্ষার্থীকে এই বছর শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন, গোপালনগর কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ডিজিএম মাহফুজ আলম গোলাম।