মেহেরপুরের মুজিবনগর গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের মায়েদের নিয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা সাড়ে বারোটার সময় বিদ্যালয়ের এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব ফকির মোহাম্মদ।
অভিভাবক সমাবেশে শুরুতেই অভিভাবকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ পরে এসএসসি পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ মায়ের হাতে “আমি আদর্শ মানুষ হতে চাই “লেখা প্লেকার্ড তুলে দেন। অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেলাল উদ্দিনের সঞ্চালনায় এবং এসএসসি পরীক্ষার্থী স্মৃতি খাতুনের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যম।
অভিভাবক সমাবেশে উদ্বোধনী বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম বলেন, আমরা সাধ্যমত চেষ্টা করেছি, আপনাদের মেয়েদের নিজের মেয়ের মতো করে মানুষ করতে। তারা এবছর এসএসসি পরীক্ষা দিবে, এই পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য পড়ালেখার বিষয় আমরা সাধ্যমত চেষ্টা করেছি। আমরা এখন অভিভাবক হিসাবে আপনাদের কাছে তাদের আদর্শ মানুষ হতে এবং ভালো রেজাল্ট করার জন্য সহযোগিতা কামনা করছি। শুধু আমরা চেষ্টা করলে হবে না আপনাদের সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে তারা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। কারণ মা হচ্ছে প্রত্যেক সন্তানের জন্য আদর্শ শিক্ষক। আপনারা একটু টেককেয়ার করলে আমরা আশা করছি আমাদের এই সন্তানেরা আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট নিয়ে আসবে।
আপনারা সহযোগিতা করলে ইনশাল্লাহ ২০২৫ সালের ভিতর আমি এই বিদ্যালয় কে মুজিবনগর উপজেলার এক নম্বর বিদ্যালয় পরিণত করবো।
অভিভাবক সমাবেশে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল মালেক, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, সহকারি শিক্ষক আব্দুল হালিম। অভিভাবকদের মধ্যে তাদের অনুভূতি নিয়ে কথা বলেন, নমিতা মন্ডল এবং রাহেলা মন্ডল।
সমাপনী বক্তব্য অভিভাবক সমাবেশের সভাপতি ও ও ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব ফকির মোহাম্মদ বলেন অনেক কষ্ট করে আমরা এ প্রতিষ্ঠান গড়ে তুলেছি শুধু আপনাদের মেয়েদের কথা চিন্তা করে। এখানে আপনাদের মেয়েরা সর্বোচ্চ নিরাপত্তা সহিত লেখাপড়া করতে পারবে সেজন্য আপনারা আপনাদের মেয়েদের এই বিদ্যালয়ে নিশ্চিন্তে পাঠাতে পারেন। আমাদের শিক্ষক মন্ডলী তাদেরকে আদর্শ মানুষ হতে সহযোগিতা করবে।