মুজিবনগরে গ্রামীন জনগোষ্টির জীবনমান উন্নয়নের প্রচার কার্যক্রম শক্তিশালীকরনের লক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে জেলা তথ্য অফিসের আয়োজনে বাগোয়ান ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমবেশ অনুষ্ঠিত হয়।
বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার।
ছাত্রলীগ নেতা আহাদ বীন রাব্বীর সন্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন,মহিলা মেম্বার শাহিনুর খাতুন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই মহিলা সমাবেশ উপলক্ষে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে স্বাগত বক্তব্য রাখে জেলা তথ্য অফিসার (ভার.)আব্দুল্লাহ আল মামুন।
এ সময় গ্রামীন জনগোষ্টির জীবনমান উন্নয়নের লক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যেগ যেমন:একটি বাড়ি একটি খামার,আশ্রায়ন প্রকল্প,ডিজিটাল বাংলাদেশ,নারীর ক্ষমতায়ন,শিক্ষা সহায়তা কর্মসূচি,ঘরে ঘরে বিদ্যুৎ,কমিউনিটি ক্লিনিক,মানসিক স্বাস্থ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি,বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষাসহ মাদকের ভয়াবহতা, বাল্য বিবাহ ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম প্রতিরোধে বক্তব্য উপস্থাপনা করা হয়।