মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্সের পাশে বেগুন মাঠ থেকে ৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমারের তামার তার চুরি হয়েছে। এতে বন্ধ হয়ে পড়েছে দুটি ডিপ টিউবওয়েল। ফলে তীব্র খরার মধ্যে ৫০০ বিঘা জমির ফসল আবাদ ঝুঁকির মধ্যে পড়েছে। গেল রাতের কোন এক সময় চোরেরা বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার নামিয়ে ভেতরের তামার তার চুরি করে পালিয়ে যায়।
গেল ৪/৫ দিন আগে একই উপজেলার নাজিরাকোনা গ্রামের মাঠ থেকে আরও ছয়টি ট্রান্সফরমার একইভাবে তামার তার চুরি হয়েছিল।
আমন ধান রোপণ ও সবজি চারা রোপণের ভরা মৌসূমের ট্রান্সফরমারের তার চুরি হওয়ায় চরম বিপাকে পড়েছেন চাষীরা।
ক্ষতিগ্রস্থ ডিপটিউবওয়েল মালিক শরিফুল ইসলাম জানান, ছয়টি ট্রান্সফরমার কিনতে চার লাখ টাকার উপরে খরচ হবে। পল্লী বিদ্যুত থেকে বিনামূল্যে পাওয়ার সুযোগ না থাকায় তাকেই কিনতে হবে। তার পক্ষে ট্রান্সফরমার কেনার সাধ্য না থাকায় চাষাবাদ নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই।
ইতিমধ্যে পল্লী বিদ্যুৎ সমিতির মুজিবনগর অফিসে ৯টি ট্রান্সফরমার এর তার চুরির অভিযোগ করেছে কৃষকরা। অভিযোগগুলোর প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের জন্য থানায় অভিযোগ পত্র দাখিল করা হবে বলে জানান মুজিবনগর সাব জেনাল অফিসের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাইমিনুল ইসলাম।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদীর রাসেল জানান, পূর্বে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ট্রান্সফর্মার মালিকদের সতর্ক করা হয়েছিল। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।