সারাবিশ্বের জলবায়ু কর্মীদের সাথে একযোগে প্রায় ১৭০ টি দেশে ‘ঋৎরফধুং ঋড়ৎ ঋঁঃঁৎব- বাংলাদেশ’ প্লাটফর্ম থেকে ‘জলবায়ু ধর্মঘট’ ও জলবায়ু পরিবর্তন রোধে কর্মসূচী পালন করেছে আজকের ভাল কাজ নামের একটি সংগঠন।
শুক্রবার সকাল ১০ টার সময় মুজিবনগর স্মৃতিসৌধ প্রাঙ্গনে সংগঠনের সভাপতি আফসানা বিশ্বাস তিথির নেতৃত্বে অংশ নেন সাধারণ সম্পাদক আল-ইকরাম সোহাগ, সহ সভাপতি হাসানুজ্জামান, সাংগাঠনিক সম্পাদক নাসিমুল জুনায়েদ, অর্থ সম্পাদক সালেহীন শাহেদ, দপ্তর সম্পাদক আসিফ ইকবাল শুভ, সদস্য শাহিনা সুলতানা ইভা, আল মাসুম শেখ, আক্তারুল ইসলাম প্রমুখ।
সকলে পৃথিবীর জলবায়ু বিপর্যয়ের অবস্থা নিয়ে আলোচনা করে এবং দেশ আমার দায়িত্ব আমার স্লোগানে প্রতিশ্রুতবদ্ধ হয়। আন্দোলন শেষে মুজিবনগরে কিছু বৃক্ষরোপণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।