বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে, মুজিবনগরে পালন করা হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২১।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ পালনের ৪র্থ দিনে। উপজেলার নাগাবিল মাঠের মৎস্য চাষীদের বিশেষ পরামর্শ ও সেবাপ্রদান এবংএবং পুকুরের মাটি ও পানি মৎস্য চাষের উপযুক্ত কিনা এবং মাটি ও পানিতে পর্যাপ্ত প্রকৃতিক খাবার আছে কিনা বিষয় গুলো পরিক্ষা করেছে উপজেলা মৎস্য অফিস।মঙ্গলবার সকাল সাড়ে১১টার সময় নাগাবিলেরমৎস্য চাষি আতিয়ার রহমানের পুকুর থেকে পানি ও মাটি পরিক্ষা করা শুরু হয়।এ সময় উপজেলা,সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা(অঃদা)শহিদুল ইসলাম,উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা নাজমুস সাকিব,ক্ষেত্র সহকারী আহসান হাবিব এবং নাগাবিল মাঠের বিভিন্ন পুকুরের মৎস্যচাষী ও মৎস্যজীবিবৃন্দ
উপস্হিত ছিলেন