মুজিবনগরে ঢেউটিন ও চেক বিতরণ

মুজিবনগরে ঢেউটিন ও চেক বিতরণ

মুজিবনগরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর ১আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, এমপির বিশেষ বরাদ্দ হতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ / বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে মুজিবনগর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের  আয়োজনে, উপজেলা পরিষদ চত্ত্বর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা উপস্থিত থেকে এ সব ঢেউটিন ও চেক বিতরণের উদ্বোধন করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাশরুবা আলেম মেহেরপুর প্রতিদিনকে জানান, প্রতিমন্ত্রীর বিশেষ বরাদ্দ হতে বৃহস্পতিবার ৪২ টি পরিবারের মাঝে ৪৬ বাইন ঢেউটিন এবং বাইন প্রতি ৩ হাজার টাকা করে ১ লক্ষ ৩৮ হাজার টাকার চেক বিতরণ।