মুজিবনগরে নিখোঁজের এক দিন পর ভুট্টা ক্ষেত থেকে মানসিক প্রতিবন্ধী আয়ুব আলীর লাশ উদ্ধার করেছে মুজিবনগর থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার ( ০৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কেদারগঞ্জ বাজার হাটের পশ্চিমে তারের কোল নামক মাঠে মানিকনগর গ্রামের আলী মল্লিকের কলা ক্ষেতে কাজ করার সময় সুজয় নামের লেবার পাশে বল্লভপুর গ্রামের হুদা মাষ্টারের ভুট্টা ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে আশে পাশের লোকজনকে খবর দিলে লোকজন এসে সনাক্ত করে এটি আইয়ুব আলীর লাশ। পরে মুজিবনগর থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ এসে লাশ হেফাজতে নেয়।
থানা পুলিশের প্রাথমিক তদন্ত শেষে লাশ ময়না তদন্তের জন্য মেহেরপুর সদর হাসপাতালে প্রেরণ করে।
মৃত আয়ুব আলীর পরিবারের সাথে কথা বলে জানা গেছে গত ১৫ দিন থেকে তার মাথার সমস্যা দেখা দিয়েছিল। গতকাল বুধবার সকাল দশটার দিকে সে বাড়ি থেকে বের হয় দুপুরে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। বিকেলে এলাকায় তার নিখোঁজের জন্য মাইকিং করা হয়। সাথে চলতে থাকে খোঁজাখুঁজি সকালে খোঁজ পেয়ে এসে দেখে ভুট্টা ক্ষেতে তারা লাশ পড়ে আছে।
এ বিষয়ে মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল দত্ত জানান,খবর পেয়ে লাশ পুলিশ হেফাজতে নেয়। লাশের কিছু অংশ শিয়াল বা অন্য কোন প্রাণীতে খেয়ে ফেলেছে এবং পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। প্রাথমিক তদন্ত শেষে নিশ্চিত হওয়া যায়নি এটা হত্যা না অন্য কিছু লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বোঝা যাবে উপকৃত ঘটনা সম্পর্কে।
এ দিকে মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম নাজমুল হক (পিপিএম বার, বিপিএম) ঘটনাস্থল পরিদর্শন করেন।