উপজেলা পর্যায়ে মুজিবনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব-১৭) বালক ফাইনাল খেলায় মহাজনপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
সোমবার বিকেলে মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে মহাজনপুর ইউনিয়ন একাদশ মোনাখালী ইউনিয়ন একাদশ কে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় মহাজনপুর ইউনিয়ন অনূর্ধ্ব (১৭) দলের হয়ে লিংকন ও নাঈম গোল দুটি করেন। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার ও টুর্নামেন্ট কমিটির সভাপতি সুজন সরকার উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
টুর্নামেন্টের সেরা গোলকিপার হয়েছেন মহাজনপুর ইউনিয়ন একাদশের হাসিবুল, টুর্নামেন্টের সেরা গোলদাতা হয়েছেন মহাজনপুর ইউনিয়ন একাদশের ১০ নম্বর জার্সিধারী সাব্বির, ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন মোনাখালী ইউনিয়ন একাদশের ১০ নম্বর জার্সিধারী গাফফার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা রকিবুদ্দীন, মুজিবনগর থানার সেকেন্ড অফিসার এসআই উত্তম, ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাসেম আলীসহ শিক্ষক, সাংবাদিক, ইউনিয়ন পরিষদ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল পরিমান দর্শক।
খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ফারাহ হোসেন লিটন,সহকারী রেফারি হিসাবে ছিলে মাহবুবুল হক ও আক্কাস আলী। ম্যাচের ধারাভাষ্যকার হিসেবে ছিলেন শামীম শিশির।