“লঙ্ঘিত হলে ভোক্তা অধিকার অভিযোগ করলেই পাবেন প্রতিকার” “ভোক্তা অধিকার ক্ষুন্ন হলে অধিদপ্তরে প্রতিকার মেলে”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিবনগর এ অনুষ্ঠিত হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিত করেন ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার।
বুধবার সকালে মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রবের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন জনগণকে সচেতন করা এবং এই আইন বাস্তবায়নে করনীয় ও ভোক্তার অধিকার বিষয়ে মানুষকে সচেতন করা সহ গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড: মাহফুজুর রহমান, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, মুজিবনগর থানার সেকেন্ড অফিসার এসআই উত্তম, সাংবাদিক হাসান মোস্তাফিজুর রহমান (শের খান)।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুর রকিব, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।