‘শেখ হাসিনার বারতা ,নারী-পুরুষ সমতা’ শ্লোগানে মুজিবনগরে অনলাইন প্লাটফর্ম জুমে উদ্যোক্তাদের নিয়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতি করেন তথ্য আপা কামরুন নাহার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ হারিসুল আবেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাউসার আলী। এই উঠান বৈঠকে মুজিবনগর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ২০০ জন মহিলা অংশগ্রহণ করেন।
তথ্য আপা কামরুন নাহার বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (দ্বিতীয় পর্যায়) শীর্ষক এই প্রকল্পটি গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীর দৈনন্দিন সমস্যা সমাধানের কাজ করছে বলে জানান মুজিবনগর উপজেলা তথ্য সেবা কর্মকর্তা কামরুন নাহার।