মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক পক্ষের আয়োজনে গত ১৫ দিন ব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনীভিত্তিক বিভিন্ন নাটক ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা শেষে আমার বাড়ি টুঙ্গীপাড়া মঞ্চায়িত নাটকের মধ্য দিয়ে সমাপ্ত হলো “মুজিববর্ষে শত ঘন্টা মুজিবচর্চা” শীর্ষক সাংস্কৃতিক পক্ষের।
গতকাল শুক্রবার রাতে মুজিবনগর অডিটরিয়ামে আলোচনাসভা, সাংস্কৃতি সন্ধ্যার পর মঞ্চায়িত নাটকটির মধ্য দিয়ে সাংস্কৃতিক পক্ষের সমাপ্তি হয়।
এর আগে একই মঞ্চে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলী, স্থানীয় সরকারের উপ-পরিচালক মৃধা মুজাহিদুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার প্রমুখ।