মেহেরপুর জেলায় খুব দ্রুত আকারে করোনা সংকট বৃদ্ধি পাওয়ায় ১৫ দিনের কোঠর লকডাউন আরোপ করেছে জেলা প্রশাসন তারইভিত্তিতে প্রথম দিন আজ।
তবে প্রথম দিনেই সকাল থেকে দুপুর ১২ টা প্রযন্ত মুজিবনগরের চিত্র অনেকটাই স্বাভাবিক দেখা গেছে। জেলা প্রশাসনে নির্দেশনা অনুযায়ী দুপুর ১২ টার মধ্যেই সকল দোকানপাট বন্ধ হতে দেখা গেছে। অটোরিক্সা, পাখী ভ্যান খুব একটা চলতে দেখা যাচ্ছে না। অতি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের হতে দেখা যায় নি। তবে সকাল থেকে পুলিশ সদস্যদের তদারকি করতে দেখা গেছে।
এছাড়া ট্রাফিক পুলিশ ও অভিযান অব্যাহত রেখে চলেছে। যারা মটরসাইকেল নিয়ে বাইরে অযাথা ঘুরাঘুরি করছে এবং যাদের গাড়ির প্রয়োজনীও কাগজ নেই তাদের জরিমানা করা হচ্ছে। সব মিলিয়ে কেদারগন্জ বাজারের অবস্থা স্বাভাবিক।
উল্যেখ্য,লকডাউন চলাকালীন সময়ে শুধুমাত্র জরুরী কাজে ব্যবহৃত ওষুধের দোকান ২৪ ঘন্টা খোলা রাখা যাবে। এছাড়া হোটেল রেস্তোরা সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা, কাঁচাবাজার সীমিত সময়ের জন্য খোলা রাখা যাবে। এছাড়া পুরোপুরি বন্ধ থাকবে সকল ধরণের চায়ের দোকান, ইজিবাইক চলাচল, পাখি ভ্যান চলাচল । মোটরসাইকেলে শুধুমাত্র চালক একা চলাচল করতে পারবে। রিক্সাতে জরুরী প্রয়োজেনে এক জন যাত্রী চলাচল করতে পারবে।
গতকাল মঙ্গলবার বিকালে জেলা করোনা প্রতিরোধ কমিটির কমিটির এক জরুরী (জুম) সভায় এ সিদ্ধান্তের কথা জানান কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।