মুজিবনগরে ১৪ দিন হোমকোয়ারিন্টিন শেষ করেছেন ইউএনওসহ সকলেই। সকলেই ১৪ দিন হোমকোয়ারিন্টিন শেষ করে সুস্থ ভাবে আবার কর্মস্থলে ফিরছেন তারা।
গত ২২ এপ্রিল বিকালে এক করোনা মৃত্যু ব্যাক্তিকে দাফন করার পর সকলেই হোমকোয়ারিন্টিনে চলে যান।
আজ বুধবার বিকাল থেকে তাদের ১৪ দিন সফলভাবে হোমকোয়ারিন্টিন শেষ হয়েছে বলে জানিয়েছে মুজিবনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড.রেজওয়ান আহম্মেদ। তিনি জানান, সকলের ১৪ দিন হোম কোয়ারিন্টিন সফলভাবে শেষ হয়েছে। এই ১৪ দিনে কারও রির্পোট পজিটিভ ছিলো না। তাছাড়া সকলেই বর্তমানে সম্পূন্য সুস্থ।
এদিকে হোমকোয়ারিন্টিন শেষ করে আগামীকাল বৃহস্প্রতিবার থেকে আবার সকলে নিজ নিজ কর্মস্থলে ফিরবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি।
উল্লেখ্য,গত ২২ এপ্রিল মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে ইদ্রিস শাহ্ নামের এক ব্যাক্তি মারা যান।
করোনা সন্দেহে কেউ তার লাশ দাফন করতে এগিয়ে না আসলে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি,মুজিবনগর সরকারী স্বাস্থ কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড.রেজওয়ান আহম্মেদ ও মুজিবনগর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) সহ কয়েকজন যুবক লাশটিকে দাফন করে।
পরের দিন সকালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু ব্যাক্তির করোনা পজিটিভ আসায় ২৩ তারিখ সকাল থেকে সকলেই হোমকোয়ারিন্টিনে চলে যান।