মেহেরপুরে ১৯৭ বোতল ফেন্সিডিলসহ মোঃ বকুল মিয়া (৪২) নামের এক মাদক কারবারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) গাংনী ক্যাম্প।
আটক মো: বকুল মিয়া মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকার মৃত ইসরাফিল হোসেনের ছেলে।
আজ মঙ্গলবার (১১ জুন) সকাল ১১ টার দিকে র্যাব-১২ এর সিপিসি-৩, মেহেরপুর কোম্পানীর একটি দল মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের গোরস্থানপাড়া এলাকার জনৈক মুছাদ আলীর বাড়ির পাশে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এই মাদক কারবারীকে আটক করা হয়।
র্যাব-১২ এর সিপিসি-৩, মেহেরপুর কোম্পানীর কমান্ডার সিনিয়র এএসপি মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে ফেনসিডিলের একটি চালান যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কদমতলা-গোরস্থানপাড়া রাস্তার মুছাদ আলীর বাড়ির দক্ষিণ পাশে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৯৭ বোতল ফেন্সিডিল জব্দ ও বকুল মিয়াকে আটক করা হয়।
জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য চার লাখ টাকা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মুজিবনগর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং -১৩, তারিখ-১১/০৬/২৪ ইং।
আটক ফেনসিডিলসহ বকুল মিয়াকে মুজিবনগর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।