মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশ সদস্যদের জরুরি অগ্নিনির্বাপক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৪ টার সময় মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্দ্যোগে মুজিবনগর থানা প্রাঙ্গনে অগ্নি নির্বাপণ ও উদ্ধার মহড়া ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মহড়ায় জরুরী অবস্থায় কোথাও আগুন লাগলে কিভাবে নিভাতে হয় তার ওপর বিভিন্ন কর্মকান্ড দেখানো হয়।
বিশেষ করে গ্যাস সিলিন্ডার, সহ ছোট খাটো আগুন লাগলে কিভাবে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণ করা যায় তার বাস্তবধর্মী প্রশিক্ষণ সহ পুলিশ সদস্যদের নানা বিষয়ে বাস্তব জ্ঞান প্রদান করেন মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক।
এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাশেম, (ওসি) তদন্ত শরিফুল ইসলাম, সেকেন্ড অফিসার এসআই মোমিনুর রহমানসহ পুলিশ সদস্যবৃন্দ। এসময় মেহেরপুর ফায়ার সার্ভিসে ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে স্টেশন এর সদস্যবৃন্দরা জরুরি অগ্নিনির্বাপক মহড়া প্রদর্শণ করেন।