ক্ষয়ে যাক এই দেহ, সোনার বাংলায়;
পচন ধরুক প্রতি অঙ্গে অঙ্গে, ছুঁইয়ো না কেউ।
আমি মৃত্তিকার পরশ পেতে মিশে যেতে চাই
এই বাংলার আনাচে কানাচে যখন তখন।
আমি উর্বশি,আমি কাঙ্গালি,
আমি মৃত্তিকা হতে চাই।
জন্ম দিতে চাই আরেক টা প্রাণ,
মমি নই, মৃত্তিকা হয়ে।
যারা অমরত্ব চায়, আমি তাদের দলে নই;
আমি বেঁচে থাকার জন্য কর্ম খুঁজি,
মানুষের সেবা করি,মানবিকতা আকড়ে ধরি।
আমার অমরত্ব মানুষের মনে,মৃত্তিকার সনে,
অভেদ্য, অলৌকিক শক্তি মমিতে নয়।