আমি এক অচেনা দেশের মৃত্যু পথের যাত্রী
আজরাইলের অপেক্ষায় কাটে দিবারাত্রি,
আশার বীজ বুনেছিলাম স্বপ্নে আমারি মনে
বাঁধা বিপত্তি মাড়িয়ে আসবে আমার তনে।
শেষ বিদায়ে অঝোরে কাঁদি শোনা কি আর্তনাদ ?
মায়ায় ভুবন দুঃস্বপনের মতন নিবো মৃত্যুর স্বাদ,
তোমার সূত্রাবলী শুনবেনা যাযাবরের কান্না
মরিলে ঠিক কাঁদিবে, হইবে অশ্রুর বন্যা।
আমার মৃত্যু অমরত্ব নয়, নয় এলাহি কাণ্ড
স্বপ্নগুলে কাঁচের মত ভেঙেচুরে লণ্ড ভণ্ড ,
আমার মৃত্যুর খবর চারিদিকে হবে ঘোষণা
শেষ বিদায়ে তোমার কাছে চাই মার্জনা।
নববধূর মতন কেঁদে কেঁদে দুচোখ করবে লাল
নিজের মৃত্যু কামনায় বাঁচাতে হবি বেসামাল,
বাতাসে আনন্দের মৃত্যুর কথা কানাকানি
ভালোবাসায় মধুমাখা শুনতাম মুখের বাণী।