চিপ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান ইন্টেল বিশ্বের বৃহত্তম সেমিকন্ডাক্টর প্রকল্পের কাজ হাতে নিয়েছে। যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের নিউ আরবানিতে বৃহৎ চিপসেট কারখানা তৈরি করা হচ্ছে। কারখানাটি তৈরিতে প্রাথমিকভাবে ২০ বিলিয়ন ডলারের অধিক বিনিয়োগ করবে ইন্টেল।
চলতি বছরের শেষ দিকে কারখানাটি তৈরির কাজ শুরু হবে এবং ২০২৫ সালে সেটি চালু করার পরিকল্পনা রয়েছে। প্রায় ৪০০ হেক্টর জায়গায় এই মেগাসাইটে প্রাথমিকভাবে দুটি চিপ কারখানা করা হবে। পরবর্তীতে সেটি আটটিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া এখানে থাকবে সাপোর্ট অপারেশন এবং অন্যান্য ইন্টেল পার্টনার ইকোসিস্টেম।
নতুন সাইটটিতে প্রাথমিকভাবে তিন হাজার কর্মসংস্থান তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে। এর পাশাপাশি ১০ হাজার লোক সাইটটি তৈরিতে কাজ করবে এবং স্থানীয় অর্থনীতিতে দীর্ঘস্থায়ী সুযোগ তৈরি হবে। এ ছাড়া ইন্টেল অতিরিক্ত ১০০ মিলিয়ন ডলার খরচ করবে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে; যার মাধ্যমে তারা স্থানীয় দক্ষ জনবল তৈরি করতে পারে।