মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা অনেক। তবে মজার খবর হলো, এবার থেকে কেউ যদি মেসেজের রিপ্লাই দিতে ভুলে যান সেক্ষেত্রে নোটিশ পাঠাবে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ।
সম্প্রতি এই ফিচার নিয়ে পরীক্ষা শুরু করছে প্রতিষ্ঠানটি।
জানা গেছে, এই মুহূর্তে ফিচারটি হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা ২.২৪.০.২৫.২৯ ভার্সনে পরীক্ষা করা হচ্ছে। দ্রুতই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপে চালু হবে ফিচারটি। শুধু মেসেজ নয়, স্ট্যাটাস মিস করে গেলেও নোটিফাই করবে হোয়াটসঅ্যাপ।
যেভাবে কাজ করবে ফিচারটি
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা যার সঙ্গে বেশি ঘনিষ্ঠ সেটি মনিটরিং করবে একটি অভ্যন্তরীণ অ্যালগরিদম। এর উপর ভিত্তি করে আপনি যদি ওই সমস্ত চ্যাটের মেসেজে রিপ্লাই দিতে ভুলে যান, তাহলে আপনাকে নোটিফিকেশন পাঠাবে হোয়াটসঅ্যাপ। এটি সেইসব চ্যাটের ক্ষেত্রে প্রযোজ্য, যাদের সাথে ব্যবহারকারীরা বেশি কথা বলেন।
এই পদ্ধতিতে যে ডাটা থাকবে তা লোকাল স্টোরেজে সংরক্ষণ করবে হোয়াটসঅ্যাপ। চাইলে এখনই বিটা প্রোগ্রামে সাইনআপ করে এই ফিচারটি পরীক্ষা করতে পারেন।
আগামী স্টেবল আপডেটের মাধ্যমে ফিচারটি সবার জন্য উন্মুক্ত হবে। যদি ফিচারটি ব্যবহার করতে ব্যর্থ হোন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাপের ভার্সন আপডেট করতে হবে।
সূত্র: ইত্তেফাক