মেহেরপুরের আমঝুপিতে বিশ্ব মানবাধিকার দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার সকাল দশটার দিকে এএলআরডি‘র সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র মউক এ সভার আয়োজন করে।
মানব উন্নয়ন কেন্দ্র মউক হলরুমে মউকের প্রোগ্রাম ম্যানেজার ফাহিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানব উন্নয়ন কেন্দ্র মউকের মানবাধিকার কর্মী আশাদুজ্জামান সেলিম।
জনসমবায় দলের উন্নয়ন কর্মী মোঃ শাহিনুর হোসেনের সঞ্চালনায় এ সময় জনসমবায় দলের নারীনেত্রীরা বলেন গ্রামীণ প্রান্তিক পর্যায়ে নারী কৃষকদের যে মৌলিক অধিকার সেটা থেকেও তারা বঞ্চিত হয় ও সরকারি সেবা থেকে ব্যাপকভাবে বঞ্চিত হয়ে থাকেন বলেও জানান মোছাঃ আলতাফন খাতুন, সপ্তমী রানী ও মোছাঃ মুক্তা খাতুন ।
এছাড়াও গ্রামীণ পর্যায়ে প্রান্তিক নারীদের উৎপাদন মূখী উন্নয়ন বিষয়ে সকলের অভিজ্ঞতা তুলে ধরা হয়।