মেহেরপুরের আমঝুপি ইউনিয়নে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, মান সম্মত শিক্ষা ও ঝরে পড়া রোধকল্পে শিশুদের বিদ্যালয়ে আনন্দ মুখর ও অনিয়মিত দুর করতে এবং বাল্যবিবাহ এবং ইভটিজিং প্রতিরোধে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ময়ামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় বিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের মায়েদের নিয়ে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোকলেচুর রহমান (লাল্টু)।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, জন প্রতিনিধি, এস এম সি ও ওয়াচ গ্রুপ, যুব ফোরাম সহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

সভায় অভিভাবকদের দায়-দায়িত্ব ও করণীয়, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে আলোচনা রাখেন প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা: ওয়াহেদুল ইসলাম, এস.এম.সি সভাপতি মো: মকলেচুর রহমান ও যুব ফোরামের সদস্যগণ গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন।

গণসাক্ষরতা অভিযান এর সহযোগীতায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) ও কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার অভিভাবক সহ ৬০ জন উপস্থিত ছিলেন সঞ্চারনায় ছিলেন মানবাধীকার কর্মী মোছা: কাজল রেখা।