আগামী সোমবার (১৭ জুন) বাংলাদেশে পবিত্র ঈদুল-আজহার নামাজ অনুষ্ঠিত হবে। সেই সাথে মেহেরপুর জেলাবাসিও ঈদুল-আজহার নামাজ আদায় করবে।
এ দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের গ্রাম গুলো তাদের ঈদুল-আজহার নামাজের সময় সুচি প্রকাশ করেছে।
আমঝুপি কেন্দ্রীয় ঈদগায়ে সকাল ৭.৩০ মিনিটে, আমঝুপি উত্তরপাড়া গন্ধরাজপুর ঈদগায়ে সকাল ৭.৩০ মিনিটে, আমঝুপি উত্তরপাড়া সকাল ৭.৩০ মিনিটে, আমঝুপি মীরপাড়া ঈদগায়ে সকাল ৭.৪৫ মিনিটে, খোকসা সেখপাড়া ঈদগায়ে সকাল ৭.৩০ মিনিটে, খোকসা কদমতলাপাড়া ঈদগায়ে সকাল ৭.৩০ মিনিটে, খোকসা মল্লিকপাড়া ঈদগায়ে সকাল ৭.০০ টায়, ইসলামনগর ঈদগায়ে সকাল ৭.৩০ মিনিটে, হিজুলী ঈদগায়ে সকাল ৭.৩০ মিনিটে, রঘুনাথপুর ঈদগায়ে সকাল ৭.৩০ মিনিটে, রঘুনাথপুর ছটাঙ্গা ঈদগায়ে সকাল ৭.৩০ মিনিটে, কোলা বাবুপাড়া ঈদগায়ে সকাল ৬ টায়, কোলা খালপাড়া ঈদগায়ে সকাল ৭.৩০ মিনিটে, কোলা নাটনাপাড়া ঈদগায়ে সকাল ৭.৩০ মিনিটে, কোলা কারিকরপাড়া ঈদগায়ে সকাল ৭.৩০ মিনিটে, দফরপুর ঈদগায়ে সকাল ৭.৩০ মিনিটে, চাঁদবিল ঈদগায়ে সকাল ৭.৩০ মিনিটে, চাঁদবিল আহলেহাদিস ঈদগায়ে সকাল ৬ টায়, ময়ামারী ঈদগায়ে সকাল ৭.৩০ মিনিটে ঈদুল-আজহার নামাজ অনুষ্ঠিত হবে।
এর আগে উল্লেখিত গ্রাম গুলির ঈদগাহ কমিটির সভাপতি/ সাধারণ সম্পাদক বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমরা সকলে কাঁধে কাঁধে মিলিয়ে ঈদগাহে একযোগে নামাজ আদায় করবো ও দেশবাসীর মঙ্গলের জন্য আল্লাহ্ কাছে দোয়া করবো।