মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামে ডা. মহিউদ্দীন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে খোকসায় এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমঝুপি ইউপি চেয়ারম্যান ও মেহেপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দীন আহমেদ চুন্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ আব্দুল জলিল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান, প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মিজানুর রহমান, ইউপি সদস্য আমিন উদ্দিন, সাবেক ইপি সদস্য ইনছান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন আবুতাহের, জিএস জুয়েল, শহিদুল ইসলাম, আনোয়ার ইসলাম , লাল চাঁদ, হেলাল উদ্দিন, তারিকুল ইসলাম, মহিবুল ইসলাম, সলেমান, রাকিবুল ইসলাম রুবেল প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন আরিফুল ইসলাম।
আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু বলেন, এই বিদ্যালয় আমার একার না, আমাদের সবার। আপনারা সার্বিক সহযোগিতা করবেন। ছাত্র ছাত্রী ভর্তি করবেন । এখানে দক্ষ শিক্ষক দ্বারা পাঠ দান করা হবে।