করোনা ভাইরাস সতর্কতায় মেহেরপুর জেলার গাংনী উপজেলার সকল পশু হাট সাময়িক বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। আজ সোমবার সকালে এ ঘোষণার পর এ অঞ্চলের সবচেয়ে বড় পশু হাট বামন্দী-নিশিপুর পশু হাটের কেনাবেচা কার্যক্রম স্থগিত করেছে হাট মালিক সমিতি।
করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে জনসমাগ না করতে সরকারী কঠোর নির্দেশনা বাস্তবায়ন করছে জেলা ও উপজেলা প্রশাসন। সপ্তাহের প্রতি সোমবার ও শুক্রবার বামন্দী-নিশিপুর পশু হাট বসে। দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতা-বিক্রেতাদের সমাগম ঘটে এ পশু হাটে। এ সমাগমের মাধ্যমে করোনা ভাইরাস ছড়াতে পারে বলে আশংকা রয়েছে স্বাস্থ্য বিভাগের।
লক ডাউনের বিষয়টি নিশ্চিত করে গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বলেন, জনসমাগম ঠেকাতে জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী জেলার সব পশু হাট লক ডাউন করা হয়েছে। আজ সোমবার বামন্দী-নিশিপুর পশু হাটের নির্ধারিত দিন। এখানে অনেক সমাগম হয়। তাই সকালেই হাট কর্তৃপক্ষকে বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও বন্ধ রয়েছে কি না তা তদারকি করার জন্য পুলিশ ও উপজেলা প্রশাসনের প্রতিনিধি পাঠানো হয়েছে।