মেহেরপুর সদর উপজেলা চাঁদবিল গ্রামে এক শিশুর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ছিনতাইয়ের ঘটনা ঘটলেও এখনে পর্যন্ত চেইনটি উদ্ধার করতে পারেনি পুলিশ।
ঘটনার সময় চাঁদবিল গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সামুরা বাড়ির পাশে ফুফুর বাড়ি যাচ্ছিল। এসময় তারা সড়কের পাশে দাড়িয়ে ছিলো। এ সময় মোটরসাইকেল যোগে এক যুবক তাদের কাছে গিয়ে সামুরাকে বলে মা তোমার বয়সের আমার এক মেয়ে আছে। তার জন্য চেন বানাবো, তোমার চেনটা একটু দেখি। এই বলে গলা থেকে চেনটি নিয়ে দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।
পরে সামুরার চিৎকারে স্থানীয়রা তাকে ধাওয়া করলেও মুহুর্তের মধ্যে সে পালিয়ে যায়। স্থানীয় কয়েকটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে ছিনতাইকারী দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে মেহেরপুর সদর থানায় জিডি করা হয়েছে।