মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামে কুতুব মন্ডলের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে দাবি গোডাউন মালিকের।
গতকাল শনিবার বিকাল চারটার সময় কুতুব মণ্ডলের গোডাউনে বৈদ্যুতিক লাইনে সর্টসার্কিট হবার ফলে বৈদ্যুতিক মিটারে আগুন ধরে যায়। বৈদ্যুতিক মিটার এর পাশে পাটখড়িডর গাদা ছিল।মিটারের আগুন পাটখড়ি গাদাই লেগে দ্রুত ছড়িয়ে পড়ে গোডাউনে ভিতর আগুন ভয়ঙ্কর রূপ নেয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে মেহেরপুর ও চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
গোডাউনের মালিক কুতুব মন্ডল জানান, আমার গোডাউনে আগুন ধরার ফলে নির্মাণাধীন ফ্ল্যাট এর স্যানেটারী মাল, পাটখড়ি, ক্যারেট সহ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মকর্তা (উপ-সহকারী পরিচালক) রফিকুল ইসলাম বলেন,সবাইকে সতর্ক থাকতে হবে এবং আগুন লাগলে খুব দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিতে হবে।
মেপ্র/ইএম