বাংলাদেশের সুনামধন্য হাবিব এম এম এ একাডেমি ক্লাব আয়োজিত মিক্সড মার্শাল আর্ট টুর্নামেন্টে মেহেরপুরের দুই তরুণের স্বর্ণ পদক অর্জন করেছেন।
টুর্নামেন্টি গত ১৩ ই নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডের খেলায় মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণ পুর ধলা গ্রামের মওদুদ হোসেন বিজয় লাভ করেন।
এবং দ্বিতীয় বারে মেহেরপুর পুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের লিটন হোসেন খেলাটিতে বিজয় লাভ করেন।
বিজয়ী খেলোয়ার মওদুদ এবং লিটন জানান, আমরা জীবনের প্রথম খেলাটিতেই বিজয় লাভ করে অনেক খুশি। আমাদের বিজয় লাভের পিছনে যে দুটি মানুষের পরিশ্রম এবং এখানে দাড়ানোর সুযোগ করে দিয়েছেন তাদের কে অনেক ধন্যবাদ। মনজুর আলম বিশ্বাস ও হুসাইন কবির কে।
মনজুর আলম এবং হুসাইন কবির জানান, আমরা দুই দুই বার দেশের বাইরে থেকে গোল্ড মেডেল অর্জন করেছি। এবং সেটা অনেক কষ্ট করে অর্জন করেছি। এবং বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছি। তাই আমরা মেহেরপুরে মিক্সড মার্শাল খেলায় আগ্রহীদের জন্য এক টি ক্লাব খুলেছি যেখানে তারা যেন নিয়োমিত খেলা প্যাকটিজ করতে পারে। বর্তমানে ক্লাবের সদস্য সংখা ২০ জনে পরিনত হয়েছে।আগামীতে আরো হবে বলে আশা করা যায়।
মনজুর আলম জানান মওদুদ ও লিটন অল্প দিনের মধ্যেই অনেক পরিশ্রমের মাধ্যেমে অনেক ভালো মানের খেলোয়াড় হয়ে উঠেছেন আশা করা আগামীতে আরো ভালো করবেন।
হুসাইন কবির মওদুদ ও লিটনের ভবিষ্যেৎ মঙ্গল কামনা করে মেহেরপুর মিক্সড মার্শাল ক্লাবে আগ্রহী খেলোয়াড়দের আহব্বান জানান।