মেহেরপুর বীজ উৎপাদন খামার (বিএসসি) এলাকার বি ব্লকের মাঠ থেকে তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
খামারের দিনের পাম্প চালক শাহাবুদ্দিন জানান, সকালে পাম্প চালাতে এসে তিনি দেখতে পান বৈদ্যুতিক খুঁটিতে স্থাপিত তিনটি ট্রান্সফরমারের কেসিং নিচে পড়ে আছে এবং ভিতরের যন্ত্রাংশগুলো নেই। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি অফিস কর্তৃপক্ষকে অবহিত করেন।
খামারের পাওয়ার পাম্প অপারেটর (পিপিও) আব্দুর রাজ্জাক বলেন, সকালে অফিসে এসে ট্রান্সফরমার চুরির বিষয়টি জানতে পারেন। এ বিষয়ে রাত্রীকালীন পাহারাদার সাঈদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, চলতি মৌসুমে অত্র পাম্পের আওতায় প্রায় ৭০ একর জমিতে ধান দণ্ডায়মান রয়েছে। ট্রান্সফরমার চুরির ফলে সেচ কাজ কিছুটা ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।