মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেছেন, কৃষি ও কৃষকের উন্নয়নের মধ্য দিয়ে আমাদের সমাজ ও দেশকে এগিয়ে নিতে হবে। কৃষকরা এই দেশের প্রাণ তাই তাদের সন্তানকে যেনো ভাল স্কুল, কলেজ ভার্সিটিতে পড়াতে পারেন সেই ব্যবস্থা করতে হবে আমাদের।
সোমবার (১৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯ টার সময় মেহেরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় মেহেরপুর -২ আসনের এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এসব কথা বলেন।
মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এমপি খোকন আরো বলেন, মেহেরপুর জেলায় আমরা দীর্ঘদিন পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মত গুরুত্বপূর্ণ একজন প্রতিমন্ত্রী পেয়েছি।
মেহেরপুর জেলা এখন উন্নয়নের পথে এগুচ্ছে। তিনি তার সংসদীয় এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসার ভৌত অবকাঠামোগত উন্নয়ন, ব্রীজ কালভার্ট, নদী খনন, রাস্তা ঘাট নির্মানসহ বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন।
তিনি বলেন, শুধু উন্নয়নের চিত্র নয়, আমাদের জেলার সুস্বাদু আমের কদর, কৃষকের গোয়ালের গরুর ও ছাগলের মাংস, পুকুরের মাছ আর সব্জীর স্বাদের কথাগুলো সাংবাদিকদের বেশি বেশি তুলে ধরতে হবে। তিনি বলেন, আমাদের জেলার আয়তন খুব ছোট। এখানকার মাটি অত্যন্ত উর্বর। সাম্প্রতিক সময়ে দেখা গেছে, জেলার আবাদযোগ্য জমির পরিমান কমে যাচ্ছে। যত্রতত্র পুকুর খনন, ইটভাটা গড়ে ওঠা, অপরিকল্পিত বাড়ি ঘর নির্মান তার মধ্যে অন্যতম কারণ। তাই সাংবাদিকদের বিষয়ে তাদের লেখনি দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি উল্লেখ করে বলেন, মেহেরপুর জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন, রেল লাইন নির্মাণ ও স্থলবন্দর স্থাপণের ঘোষণা হয়েছে। এজন্য বিপুল পরিমাণ ভূমি অধিগ্রহণ করতে হবে। আমাদের আবাদযোগ্য জমি রেখে কোনো খাস ও পরিত্যক্ত জমি বা কিছু প্রতিষ্ঠানের অপ্রোয়জনীয় জমি কাজে লাগানো যায় কিনা এসব বিষয় নিয়েও সাংবাদিকদের দিক নির্দেশনামুলক প্রতিবেদন প্রত্যাশা করেন তিনি।
এমপি খোকন বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। এই সরকার কৃষকের উন্নয়নের জন্য সারে কোটি কোটি টাকা ভর্তুকি দিচ্ছেন। বাজারে পর্যাপ্ত সার আছে। অথচ, এক শ্রেনীর সার সিন্ডিকেট মুনাফা লুটতে সারের দাম বাড়িয়ে দিচ্ছে। অধিক দাম নিয়ে তারা কৃষকদের সার দিচ্ছে। এসব বিষয়গুলো সাংবাদিকদের লেখনির মাধ্যমে সরকারের নখদর্পণে আনার অনুরোধ জানান। এসময় মেহেরপুর প্রেসক্লাবের উন্নয়নে তাদের পাশে থাকারও আশ্বাস দেন এমপি।
বক্তব্য রাখেন, আওয়ামী লীগের বিশিষ্ট নেতা মনিরুজ্জামান আতু, সাবেক যুবলীগের নেতা আব্দুস সালাম, সাবেক ছাত্রনেতা শেখ আনিসুজ্জামান লুইচ।
বেন আমিন মুক্তর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য, আলামিন হোসেন, ওয়াজেদুল হক, কামারুজ্জামান খান, আবু লায়েচ লাবলু, গোলাম মোস্তফা, মহসিন আলী আঙ্গুর, মহসিন আলী, জুলফিকার আলী কানন, আবু আক্তার করন, রামিজ আহসান, আসিফ ইকবাল, জাহির হোসেন চঞ্চল, মীর মাহলায়েন শিশির প্রমুখ।
মতবিনিময় সভার শুরুতে মেহেরপুর প্রেসক্লাবের পঞ্চাশ বছর পূর্তির শুভেচ্ছা ক্রেষ্ট ও প্রকাশিত স্বারকগ্রন্থ উপলব্ধি তুলে দেন এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনকে। প্রেসক্লাবের সভাপতি ও অন্যান্য সাংবাদিকবৃন্দ এসব উপহার ও ক্রেষ্ট তুলে দেন।