প্রাক্তন কমান্ডারগন ও কয়েক নেতৃস্থানীয় মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে কিছু হতদরিদ্র মানুষকে ত্রাণসামগ্রী দেওয়ার লক্ষ্যে ছোট একটি ফান্ড গঠন করেন। আজ সোমবার সকালে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
বিতরণ কালে প্রাক্তন কমান্ডার আবুল কাশেম বলেন, আমাদের সংগৃহীত টাকা অত্যন্ত কম অর্থাৎ ৩০,০০০ হাজার। টাকার অংক কম বলে জেলা প্রশাসক এর এাণ তহবিলে জমা দিতে যাওয়া হয়। জেলা প্রশাসক মহোদয় টাকাটা না নিয়ে ফিরিয়ে দেন। সে হিসেবে নেতৃবৃন্দ নিজ উদ্যোগে সংগৃহীত টাকা দিয়ে এাণ সামগ্রী ক্রয় করে করোনা ভাইরাসের ফলে কর্মহীন হয়ে পড়া দুস্থ মানুষের মাঝে বিতরণ করেন।
প্রত্যেক ইউনিয়নের তালিকা অনুযায়ী সকলের বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার জন্য ত্রাণ সামগ্রী ইউনিয়ন কমান্ডারের হাতে তুলে দেন প্রাক্তন কমান্ডার আবুল কাশেম। সঙ্গে উপস্থিত ছিলেন হাজী গোলাম রহমান, খাজা নাজিমুদ্দিন আজিজুল হক, জিল্লুর রহমান, ফিরোজ ও ইউনিয়ন কমান্ডার বিন্দু।