সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, প্রাথমিক বিদ্যালয়ের মানোন্নয়ন, বিদ্যালয়ে অনিয়মিত ও ঝরেপড়া রোধে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের রাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আসাদুল হক। বিশেষ অতিথি ছিলেন পিটিএ কমিটির সভাপতি হাসানুজ্জামান। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াচ গ্রুপের সদস্য মোঃ আয়ুব আলী ও কাবুল আলী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা। তিনি বলেন, “প্রাথমিক শিক্ষা একটি শিশুর সুদীর্ঘ পথ-পরিক্রমার প্রারম্ভিক ধাপ। শিশুর নতুন শিখনজগতে প্রবেশের এই পথচলাকে সহজ ও কার্যকর করতে মায়ের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বিশেষ অতিথির বক্তব্যে বলা হয়, “নেপোলিয়ন বলেছেন, ‘আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি গড়ে তুলব।’ তাই সন্তানের ভবিষ্যৎ গঠনে মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অতিথি ও অভিভাবকগণ নিজেদের মতামত তুলে ধরেন।
গণসাক্ষরতা অভিযানের সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এই মা সমাবেশের আয়োজন করে। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ওয়াচ গ্রুপ ও পিটিএ কমিটির সদস্য এবং মউকের প্রতিনিধিসহ প্রায় ১৫০ জন মা এই সমাবেশে অংশ নেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মউকের প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা, এবং আয়োজনে সার্বিক দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার আশিক বিল্লাহ।