মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা নিয়ে দুই সাধারণ সদস্য (মেম্বর) প্রার্থীর সমর্থকদের মধ্যে বাক বিতন্ডার জের ধরে পিতা পুত্রকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আহত লিয়াকত আলী (৭০) ও তার ছেলে রিপন হোসেন (২৫) বর্তমানে মেহেরপুর আড়াইশ সয্যার হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ ঘটনায় মেম্বার প্রার্থী আশরাফুল ইসলাম নির্বাচন অফিসে একটি অভিযোগপত্র দিয়েছেন।
স্থানীয়রা জানান, গত শনিবার (১১ জুন) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে নব গঠিত শ্যামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৯ নং ওয়ার্ডের প্রার্থী আশরাফুল ইসলাম (ক্রিকেট ব্যাট)ও অপর প্রার্থী সাইদুর রহমান (টিউবওয়েল প্রতিক) এর সমর্থকদের মধ্যে নির্বাচনী পথসভাকে কেন্দ্র করে প্রথমে বাক বিতন্ড হয়। বাক বিতন্ডার জের ধরে প্রার্থী সাইদুরের কর্মী শরিফুল ইসলামমের নেতৃত্বে তাদের উপর হামলা করে আহত করে।
মেম্বর প্রার্থী আশরাফুল ইসলাম অভিযোগ করেন, আমরা নির্বাচনী প্রচারণায় ওয়ার্ডের উত্তরপাড়া এলাকায় গেলে সেখানে সাইদুরের লোকজন আমাদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন এবং প্রচারণায় বাঁধা দেই। আমরা তার প্রতিবাদ করলে তার লোকজন আমাদের উপর হামলা চালিয়ে আমাদের লোকজনকে আহত করেন। তিনি আরো অভিযোগ করেন, সাইদুর ভোটারদের বিভিন্ন রকম উপহার সামগ্রী ও নগদ টাকা দিয়ে ভোট কিনছেন। এমন ঘটনা আমাদের কর্মীরা জানতে পেরে ভিডিও করতে গেলে তারা আমার কর্মীদের উপর হামলা চালায়।