মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর বিল দখল করার অভিযোগ উঠেছে স্খানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন বিএনপি নেতা রশিদের নেতৃত্বে স্থানীয় বিএনপির নেতাদের বিলটি দখলে নিয়েছে অভিযোগ করেছেন ইজারাদাররা।
২০১৯ সালের ২০ মে হরিরামপুর বিলপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির কাছে ৬ বছরের জন্য ইজারা দেয় জেলা প্রশাসন। সেই চুক্তি মোতাবেক চলতি ১৪৩০ বাংলা সালের চৈত্র মাস পর্যন্ত ইজারাদাররা বিলটিতে মাছ চাষ করতে পারবেন। কিন্তু সরকার পতনের সাথে সাথে চর দখলের মত বিলটি দখলে নেয় বিএনপি নেতারা। দখলে নেওয়ার পর লিখে নেওয়ার জন্য নানাভাবে হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় হরিরামপুর গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে গ্রামবাসী।
হরিরামপুর বিলপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সাত্তক আলী অভিযোগ করে বলেন, ৬ বছরের জন্য বিলটি আমরা ইজারা নিয়েছি সরকারি নিয়ম মেনে। আমাদের এখনো ৮ মাস বাকি রয়েছে। কিন্তু সরকার পতনের সাথে সাথে বিএনপির নেতারা বিল থেকে আমাদের লোকজনকে তাড়িয়ে দিয়ে তারা দখল করে নিয়েছে। এখন বিলটি লিখে নেওয়ার জন্য বিভিণ্ণ ভাবে হুমকি ধামকি দিচ্ছে। চলতি বছরে আমরা প্রায় ৪২ লাখ টাকার পোনা ছেড়েছি। এখন মাছ বিক্রি করলেও প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকা হবে। আমরা তাদের বলেছি, আমাদের মেয়াদ শেষ হলে বিলটি ছেড়ে দেব। কিন্তু তারা জোর করে বিলটি দখলে নিয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে প্রশাসনকে বলেও কোন লাভ হচ্ছে না।
তবে, এ ব্যাপারে অভিযুক্ত বিএনপি নেতা আব্দুর রশিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি।