পূর্ব বিরোধের জের ধরে শাহিন হোসেন নামের আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় দশম শ্রেণীর এক শিক্ষার্থীর উপর হামলা করে কুপিয়ে যখম করেছে প্রতিপক্ষরা। আহত শাহিন হোসেন আমঝুপি ইউনিয়নের হিজুলি গ্রামের মালিক হোসেনের ছেলে।
অভিযুক্ত হামলাকারীরা হল একই গ্রামের মহিরের ছেলে আব্দুল্লাহ (২২), আলমগীরের ছেলে ইয়াসিন (২০) এবং ওয়াসিম (২৫)
গতকাল মঙ্গলবার দুপুর দুইটার সময় হিজুলি গ্রামের মসজিদের সামনে এই ঘটনা ঘটে। মোবাইলে ফ্রী ফায়ার গেমস খেলা নিয়ে কয়েক মাস আগে দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষার অর্থনীতি বিষয়ে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে হিজুলি মসজিদের সামনে অভিযুক্তরা শাহিনের মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। ইতোপূর্বে আব্দুল্লাহ ও তার চাচা লালটু একবার শাহিনের উপর হামলা করেছিল বলে শাহিনের পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে।
হিজুলি গ্রামের মেম্বার আব্দুল্লাহ বলেন, ‘শাহীন ও আব্দুল্লাহর মধ্যে পূর্ব থেকে শত্রুতা ছিল লোকমুখে শুনেছি, তবে এ ব্যাপার নিয়ে কোন পক্ষই আমার সাথে কথা বলেনি, আগেও একবার মারামারির ঘটনা ঘটেছিল, আজকে আমি এলাকার বাইরে ছিলাম।সন্ধ্যায় বাড়িতে আসার পর ঘটনাটি লোকমুখে জানতে পারি। ‘
শাহিন হোসেন তার বাবা, বড় ভাই ও চাচাকে সঙ্গে নিয়ে মেহেরপুর প্রতিদিন অফিসে এসে অভিযোগ করে মেহেরপুর জেনারেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নেয়ার পর হাসপাতাল থেকে টিকিটে পুলিশ কেস লিখে দেয়া হলেও থানায় গেলে মেহেরপুর সদর থানা পুলিশ কোন অভিযোগ নেয়নি।
বিষয়টি সম্পর্কে জানতে মেহেররপুর সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যার্থ হয়ে প্রতিবেদক স্বশরীরে থানায় গিয়ে জানতে পারে তিনি আমঝুপিতে ঘটনাস্থলে গেছেন। ঘটনার সত্যতা জানতে শেষ রিপোর্ট লেখা পর্যন্ত কোনভাবেই মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ এর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।