স্থানীয় জনসাধারণকে অসংক্রামক রোগ যেমন ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক এবং ক্যান্সার প্রতিরোধে শরীরচর্চায় উদ্বুদ্ধ করতে মেহেরপুরে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় পৌর বাজেটে খেলার মাঠ রক্ষণাবেক্ষণের জন্য আর্থিক বরাদ্দ রাখা এবং স্বাস্থ্যকর জীবনের জন্য পরিকল্পনা গ্রহণের উপর জোর দেওয়া হয়।
মানব উন্নয়ন কেন্দ্রের (মউক) আয়োজনে ও সেন্টার ফর ল এন্ড পলিসি এফেয়ার্সের সহযোগিতায় আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে পৌরসভার কালাচাঁদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
মেহেরপুর পৌর সভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মোঃ শামীম হোসেন।
সভায় তিনি বলেন, অসংক্রামক রোগগুলো প্রতিরোধের জন্য নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই। মেহেরপুর পৌর সভার মধ্যে মানসম্মত খেলার মাঠ তৈরি করার তেমন কোনো জায়গায় নাই। সেইজন্য শরীরচর্চা ও হাঁটাহাঁটি করার জন্য মানুষকে গড়ে আসার আহ্বান জানাচ্ছি।
এ সময় সিভিল সার্জন মহীউদ্দিন আহমেদ, মানব উন্নয়ন কেন্দ্রের (মউক) সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ মুরাদ হোসেন, প্রোগ্রাম ম্যানেজার সাদ আহাম্মেদ, ফাইমা খাতুনসহ স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিশেষজ্ঞ, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।