মেহেরপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হ্রদরোগে আক্রান্ত দরিদ্র অসহায় রোগীদের মাঝে ৪১ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রবিবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব রোগীদের মাঝে প্রধান অতিথি হিসেবে অনুদানের এ চেক বিতরণ করেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।
মেহেরপুর জেলার ৮১ জন রোগীর মাঝে জাতীয় সমাজকল্যান পরিষদ ২০২১-২০২২ অর্থ বছরে এ অনুদান বরাদ্দ দেয়। এছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত ১৩৪ জন দরিদ্র অসহায় রোগীদের মাঝে আরো ৫ লাখ ২৪ হাজার টাকার চেক তুলে দেন তিনি।
মেহেরপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহিন, মেহেরপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট পল্লব ভট্টচার্য, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আরা হীরা।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেরপুর শহর সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন, সহসভাপতি রাহিনুর জামান পলেন প্রমুখ।