আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্ধারিত সময়ের আগেই লাগানো পোস্টার, ব্যানার, বিলবোর্ড, তোরণ, প্যান্ডেল, দেয়াল লিখনসহ সকল ধরনের নির্বাচনী প্রচার সামগ্রী নিজ উদ্যোগে অপসারণ করতে প্রার্থীদের প্রতি নির্দেশনা দিয়েছে মেহেরপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার।
আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত। ১ থেকে ৪ ডিসেম্বর মনোনয়ন যাচাই বাছাই হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর দেওয়া হবে প্রতীক বরাদ্দ। এরপর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ থাকবে। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে এবং প্রচারের জন্য ১৯ দিন সময় রয়েছে। এই সময়ের আগে কেউ তার নির্বাচনী এলাকায় প্রচার চালাতে পারবেন না। তাই আগামী ২৫ নভেম্বর শনিবারের মধ্যে নিজ উদ্যোগে পোস্টার ও দেয়াল লিখন অপসারণ এবং মোটরসাইকেল অন্যান্য যানবাহনে শোভাযাত্রা, শো-ডাউন, মিছিল, নির্বাচনি প্রচারণায় প্রীতিভোজ ও জনমনে আতংক সৃষ্টি করে এমন কার্যক্রম থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।
নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচার চালালে প্রার্থী বা তার সমর্থকের সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা এমনকি উভয়দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। সেই সাথে বাতিল হতে পারে প্রার্থীতাও।