বর্ণাঢ্য আয়োজনে দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার ১৩ বছর পুর্তি ও ১৪ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। সোমবার দুপুরে মেহেরপুরের গাংনী প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী।
গাংনী প্রেসক্লাব সভাপতি রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নুর ই আলম সিদ্দিকী ও মেহেরপুর প্রেসক্লাব সম্পাদক আল আমিন হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুল বাশার, সাবেক উপজেলা চেয়ারম্যান কেএম শফিকুল আলম, টিজে ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুম উল হক মিন্টু, গাংনী থানার ওসি বজলুর রহমান, ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আমাদের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি নুরুল হুদা। পরে অনুষ্ঠানে কেক কাটা হয়।
অনুষ্ঠানে মেহেরপুর জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মী, সমাজ সেবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।