মেহেরপুরে গত ২৪ ঘন্টায় নতুন আরও ২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার জেলা স্বাস্থ্যবিভাগ এ তথ্য জানিয়েছে। ৯৭টি ফলাফলের মধ্যে ২৩টি পজিটিভ হয়েছে। এর মধ্যে সদরে ১৪, গাংনীতে ০৭ এবং মুজিবনগরে ০২ জন। এনিয়ে জেলায় বর্তমানে মোট ২৭৫ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। যার মধ্যে সদরে ১১৯, গাংনীতে ১১৩ এবং মুজিবনগরে ৪৩ জন।
শুরু থেকে জেলায় এ পর্যন্ত সর্বমোট আক্রান্তের সংখ্যা -৫ হাজার ২৯৫। এ যাবৎ মোট মৃত্যু ১৮৩ । এর মধ্যে সদরে ৮৪, গাংনীতে ৫৮ এবং মুজিবনগরে ৪১ জনের মৃত্যু হয়েছে।
ভিন্নসূত্রে পাওয়া আক্রান্তরা হলেন- মেহেরপুরের আলমপুরের জমিনা (৫২), রুদ্রনগরের সানারুল (৩২), ৫ নং ওয়ার্ডের নার্গিস (৫১), রঘুনাথপুরে জেসমিন আরা (৩২), সদর হাসপাতালের সাহানারা খাতুন (২৭), উত্তর শালিকা চম্পা খাতুন (২০), ফতেপুরের আরিফন নেসা (২৫), ক্যাশ্ববপাড়ার খন্দকার সহিউল্লাহ (৬২), জাহানারা (৬০), রত্না (২৪), হোটেলবাজারের আবুল মমিন (৪৩), মল্লিকপাড়ার সাইয়েদা আক্তার (৩৩),চন্দ্রনগরের আক্তার জামান (৭২), সদর হসপিটালের জেসমিন আক্তার (৪৮), কবির হোসেন (৪০), তাঁতিপাড়ার মেহের নিগার(৯৫), গাংনী মটমুড়ার শহিদুল (৪৫), ধর্মচাকির রেজানুর (২১), বামন্দীর শাইলা( ২৭), মুজিবনগর রশিকপুরের হামিদা খাতুন( ৫৫), গোপালনগরের ময়জদ্দিন (৮০)।